লালনের গান
             ১৪

পূর্ণ চন্দ্র উদয় কখন, কররে তার বিবেচনা॥

আগমে আছে প্রকাশি

ষোল কলায়পূর্ণ শশী

পনরই পূর্ণিমা কিসে

শুনে মনের ঘোর ঘোচে না॥

সাতাইশ বক্ষত্র বলে সাইত্রিশ যোগ

কোন সময় চলে সাইত্রিশেতে

যোগের এমনই লক্ষণ

অমৃত ফল হয়রে সৃজন

জানতে যদি দরিদ্র মন

অনুসার কিছুই রইত না॥

পূর্ণিমা যোগাযোগ হলে শুকনো নদী উজান চলে

ত্রিবেণী পিছল ঘাটে

মহাশব্দে বন্যা ডাকে

চাঁদ চকোরের ভাটা সরে

বাঁধ ভেসে যায় তৎক্ষণাৎ॥

নিজ চাঁদ রাহুতে ঘেরা

গগণ চাঁদ কি করবে তার

যখন হয়রে অমাবশ্যা

তখণ চন্দ্র রয় কোন দেশে

লালন ফকির গুণে পড়ে

চোখ থাকতে হল কান॥

 

 

গ্রন্থভুক্তি: লালন সঙ্গীত সমগ্র, দ্বিতীয় খণ্ড। মোহাম্মদ এন্তাজ উদ্দিন। পড়শী প্রকাশনী (০৫ ডিসেম্বর ২০০৫)। পৃষ্ঠা: ৫৫