লালনের গান
 

             ৫৩

ও তোর ঠিকের ঘরে ভুল পড়েছে মন।

কিসে চিনবি রে মানুষ-রতন।

আপন খবর নাই আপনারে।

বেড়াও পরের চিনিলে পরে

পরকে চেনা যায় তখন।

ছিলি কোথা, এলি কোথা

স্মরণ

 

 

গ্রন্থভুক্তি: লালন সঙ্গীত সমগ্র, দ্বিতীয় খণ্ড। মোহাম্মদ এন্তাজ উদ্দিন। পড়শী প্রকাশনী (০৫ ডিসেম্বর ২০০৫)। পৃষ্ঠা: --