৫৪
কিসের বড়াই করো রে কিসের গৌরব কর রে
                মাটির দেহ লয়ে।
সেখানেতে দেখে এলেম কুমারেরই কুমরে
উপরে তার স্বরূপ আছে রে
ও তার ভিতরে আগুন রে
ও কেবল পথের পরিচয় রে
                মাটির দেহ লয়ে।

মনের মনুরায় পাখী গহিনীতে চড়েছে
,
নদীর জল শুখায়ে গেলেরে
,
পাখী শূন্যভরে উড়াল ছারেরে
                মাটির দেহ লয়ে।

লালন শাহ্ দরবেশ কয় দুনিয়ার বড়াই মিছারে
,
দিন থাকিতে দিনের কর্ম্ম রে
,
কেবল পবার জন্য কান্দরে
                মাটির দেহ লয়ে