৫৫

আমর সোনার নৌকায়
গেলে নোনায়ে
তরী হ
য়েছে বান কানা।
আমি কেমনে যাব ভব পারে রে
পাড়ি বুজি আর জমে না।
শুনতে পেলাম উজান বাঁকে
কত জাহাজ মারা গেছে সাঁঝের আঁধারে।
আমি ভয়েতে যাইনা নদীর কুলে রে
আমার তুফান দেখে প্রাণ আর বাঁচে না
এই যে নদীর নোনা পানি
, আর তিনটি ধারা প্রবল শুনি
পাড়ি তার ধার চিনে
;
ধারাতে পড়ে নৌকা কুন্তপাকে যেন ঘোরে না
আমি ভাবছি বসে নদীর কূলে
, হয় কি না হয় এই কপালে,
                                            পারের যন্ত্রণা।
ফকির লালন বলে
, ওরে গোপাল গুরুর চরণ আর ছেড় না