বিষয়: লালন সাঁই-এর
গান
গান সংখ্যা: ৫৭
শিরোনাম:
অধরাকে ধরতে পারি কই গো তারে আর।
অধরাকে ধরতে পারি কই গো তারে আর।
আত্মা রূপে চলে ফিরে, মানুষ মারা কলের পর॥
প্রেম গঞ্জের রসিক যারা, কাম গঞ্জে ভুল
কামে থেকে ধরতে পারে তরঙ্গের কুল॥
এ পারমে বসে দেখি ও পারমে কুল
মানুষ মারি মানুষ ধরি, মানুষ খবরদার॥
শূন্যের উপর ধনুক ধরা বেজায় বিষফল
পলক পরে হেলে পড়ে এছা মজার কল॥
মানুষ ঘাট ছাড়া অঘাটে থাকে
পথ ছাড়া অপথে চলে
ক্ষণেতে ধরা মানুষ, ক্ষণেই আকার॥
সিরাজ সাঁইয়ের ভাঙ্গা যন্ত্র বাজে ঠস্ ঠস্
বাজে না ভাঙ্গা বস, করে খস্ খস্।
আবার পাকে পাকে তার ছিঁড়ে যায়
লালনের দৌড়াদৌড়ি সার।