বিষয়: লালন সাঁই-এর গান
গান সংখ্যা: ৫৮

শিরোনাম:
জমির জরীপ এক দিনেতে সারা।

পাঠ ও পাঠভেদ:

জমির জরীপ এক দিনেতে সারা
আগার পাগার আছে তেগার
ঠিকেতে ঠিক করা॥

দেহে আঠার কালি
সে কথা এখন বলি
পন্ডিত পায়না খুঁজে
বুঝবে সাধু যারা॥

একেতে তিন ভাগ করিয়ে
বার গুণ আকার দিয়ে
অতিত-পতিত র‍য় ভিতরে
আছে বালুচর॥

চিকন ধারে কলটা ধরে
রাখেনা জমিন জরীপ করে
বুঝ্‌বি কি রে শুনবি কি রে
দেখবি কি তোরা॥

দুই পায়ারে এক চরে পাখী
জাগর নাই তাকিয়ে দেখি
একবার তার ফাঁকি-ফুকি
মস্তক ছেদন করা॥

চার যোগে গাছ সৃষ্টি ক'রে
রেখেছেন শাঁই ভবের পরে
শূন্যেতে ঘুরে ফিরে
যোগে যুগল করা॥

সিরাজ সাঁই কয় লালন রে তুই
হও গা জ্যান্তে মরা॥