বিষয়: লালন সাঁই-এর
গান
গান সংখ্যা: ৫৯
শিরোনাম:
মনের ধান্দা সে তো ধান্দা গেল না।
মনের ধান্দা সে তো ধান্দা গেল ন।
যার কাছে যাই সে চতুর হ্য়,
সুধালে কেউ বলে না॥
নূরে নীরে দু'টি কথা কয়
আছে রাষ্ট্র জগতময়
নূর আগে কি নীর আগে বলেন দয়াময়
নবীর আগে কারে পয়দা
করলেন বারী রব্বানা॥
শুনি গজবে বারী দোজখ করলেন তৈয়ারী
কোন্ নূরেতে বেহেস্ত-দোজখ খবর লও তারি
কথা বলতে জবর কওনা খবর
কোন্ নূরে বেহেস্ত খানা ।যেদিন ভেসেছিলেন আপে বারী
পাঁচ জনাকে সংগে করি
কার আগে কারে পয়দা
করিলেন রব্বানা ॥
কুদরত কুদরত বলে যারে
সে ভেদ কে বুঝতে পারে
কেবল জানে দুই এক জনা
লালন বলে, কি হইল
আমার মনের ঘোর গেল না॥