বিষয়: লালন সাঁই-এর
গান
গান সংখ্যা: ৬০
শিরোনাম:
মুর্শিদ আমায় চেতন কর গো
মুর্শিদ আমায় চেতন কর গো
আমি করি ভজন সাধনা।
পাপ করে জঙ্গলে গেলাম গো
দয়াল মরণ হোলনা।
বনেরো যে বাঘের দয়া
আমায় খেলো না।
ওরে দয়াল আমায় খেলনা॥
পাপ করে যমুনায় গেলাম
গো
ও দয়াল মরণ হোলনা
বিন্দু বিন্দু সাঁতার জানি দয়াল
ডুবেও ডুবলাম না।
ওরে দয়াল ডুবেও ডুবলাম না॥
লালন শা' ফকীরে বলে রে
দয়াল আগে হলাম না
কহিতে বলিতে ভাইটে হোল
দয়াল বাবা হোল না।
ওরে দয়াল বাবা হোল না॥