বিষয়: লালন সাঁই-এর গান
গান সংখ্যা:
৬২
শিরোনাম:
মানুষ থুয়ে খোদা ভজ


মানুষ থুয়ে খোদা ভজ
এই মন্ত্রণা
কে দিয়েছে।
মানুষ ভজ কোরাণ খোঁজ
পাতায় পাতায় সাক্ষী আছে॥

খোদার নাহি ছায়া কায়া
স্বরূপে ধরেছে মায়া
রূপে মেশে রূপের ছায়া
ফুল কলি হয় প্রেমের গাছে॥

আরব দেশে মক্কার ঘর
মদীনায় রসুলের কবর
বয়তুল্লায় শুন্যের পাথর
মানুষে সব করিয়াছে॥

মানুষে কইরাছে কর্ম
কত পাপ কত ধর্ম
বুঝিতে সেই নিগুর মর্ম
মন মহাজন মধ্যে আছে॥

দিলের যখন খুলবে কপাট
দেখবি তখন প্রেমের-ই হাট
মারফতে সিদ্ধির ঘাট
সকলি মানুষের কাছে॥