বিষয়: লালন সাঁই-এর গান
গান সংখ্যা:
৬৩
শিরোনাম:
ওরে রসিক যারা প্রেমে জোয়ারে


ওরে রসিক যারা প্রেমে জোয়ারে
রসের তরী বায়।
তারা জোয়ার ভাঁটার জেনে
সন্ধানে তরী চালায়॥

নিতাই গঞ্জের চালান নিয়ে
লাভে মূলে বরা ভরে
ভব পারে যায়।

যখন সমুদ্রে ওঠে ফেনা
লোভী কামী যেতে মানা
ফকীর লালন বলে
গুরুর নামে রুচি হ'লে
ভবপারে যাওয়া যায়॥