বিষয়: লালন সাঁই-এর
গান
গান সংখ্যা: ৬৪
শিরোনাম: মন সোজা নয় সোজা কথা।
মন সোজা নয় সোজা কথা।
এতে চাই
পাকা ঘর ভেঙে গাঁথা॥
স্বার্থ জলের' দিকে হেলে
প'ড়েছে তোর ঘরের মাথা।
এলে কোন বরষা
ভোগের ভরসা
মন্কা তখন থাকবে কোথা॥
পুরাতন মাল-মশ্লা যত
ছাড়তে হবে তার মমতা।
আছে লোক-লজ্জা
ঘরের সজ্জা
চাই তার৬ পাকা পোতা॥
অভিমানের ভিত্তি খুঁড়ে
চাই যে নূতন বন্দে পোতা।
চাই বিনয়-ইঁটে
প্রেম জাপটে
স'য়ে স'য়ে প্রাচীর গাঁথা॥
পরের তরে প্রান পরীক্ষে
গাঁথুনির এক নূতন প্রথা।
যদি গাঁথিস ফিরে
নিরসে নীরে
ঘুচ্বে লালন ঘরের ব্যথা॥