বিষয়: লালন সাঁই-এর গান
গান সংখ্যা: ৬

শিরোনাম:
সরোবরে আসন ক'রে

সরোবরে আসন ক'রে
রয়েছে আনন্দময়।
(ও তার) জীবন শূন্য সদাই মান্য
স্বয়ং ব্রহ্ম তার মাথায়

চক্ষু আছে নাহি দেখে
তিন মরা একত্রে থাকে
মুখ দিয়ে সে পরের মুখে
মর্মের কথা কয়

এক মড়া-নাই তার জীবন
তার পেটের মধ্যে জ্যান্ত একজন
সাধকেতে সাধে যখন
ডাকলে মড়া কথা কয়

ক'রছে লীলা ভবের 'পরে
দেবের দেব পূজেছেন যারে
পদ পাই সে চলে ফেরে
রসিকের সভায়

সরে ম'জে সেই পীরিতে
বিলাচ্ছে প্রেম হাতে হাতে
লালন বলে সেই পীড়িতে
ম'জেছে সব আপন ইচ্ছায়