বিষয়: লালন সাঁই-এর
গান
গান সংখ্যা: ৬৮
শিরোনাম:
খোদা রয় আদমে মিশে
খোদা রয় আদমে মিশে
কার জন্যে মন হলি হত
সে খোদা আদমে আছে॥
নাম দিয়া সাঁই কোথা লুকালে
মুর্শিদ ধরে সাধনা করলে
নিকটে মেলে;
আত্মারূপে কর্তা হল
কর তার দিশে ॥
আল্লা আদম মোহাম্মদ
এই তিনজন নাই ভেদাভেদ
এক আত্মায় মিশে;
দেখবি যদি হযরত নব
এস্কেতে আছে সে।
যার হয়েছে ভবে মহাজ্ঞান
সেই দেখিবে নূর তাজেল্লা
অন্যে দেখবে কেন;
লালন বলে জ্ঞানী যারা
দেখবে অনাসে॥