বিষয়: লালন সাঁই-এর
গান
গান সংখ্যা: ৬৯
শিরোনাম:
পারে কে যাবি নবীর নৌকাতে আয়
পারে কে যাবি নবীর নৌকাতে আয়
রূপ কাষ্ঠের নৌকাখানি
নাই ডুবার ভয়॥
বেসরা নেয়ে যারা
তুফানে যাবে মারা
একই ধাক্কায়;
কি করিবে বদর গাজী
থাকবে কোথায়॥
নবী না মানে যারা
মোয়াহেদ কাফের তারা
এই দুনিয়ায়;
ভজনে তার নাই মজুরী
দলিলে ছাপ লেখা যায়॥
যেহি মুর্শিদ সেইতো রাছুল
ইহাতে নেই কোন ভুল
খোদাও সে হয়;
লালন কয়না এমন কথা
কোরানে কয়॥