বিষয়: লালন সাঁই-এর গান
গান সংখ্যা:
৭০
শিরোনাম:
রাছুল রাছুল বলে ডাকি

রাছুল রাছুল বলে ডাকি
রাছুল নাম নিলে বড় সুখে থাকি
মক্কায় যেয়ে হজ্ব করিয়ে
রাছুলের রূপ নাহি দেখি
মদীনাতে যেয়ে রাছুল
মরেছে তার রওজা দেখি

হায়াতুল মুর ছাল্লিন বলে
কোরানেতে লেখা দেখি
দীনের রাছুল মারা গেলে
কেমন করে দুনিয়ায় থাকি

কুল গেল কলঙ্ক হল
আর কিবা আছে বাঁকি
দরবেশ সিরাজ সাঁই কয় অবোধ লালন
রাছুল চিনলে আখের পাবি