বিষয়: লালন সাঁই-এর গান
গান সংখ্যা:
৭১
শিরোনাম:
নবী না চিনলে সেকি খোদার ভেদ পায়

নবী না চিনলে সেকি খোদার ভেদ পায়
চিনিতে বলেছেন খোদে সেই দয়াময়

কোন নবী হইল ওফাত
কোন নবী বান্দার হায়াত
নিহাজ করে জানলে নেহাতে
যাবে সংশয়

কোন নবী হয় পারের কান্ডার
জিন্দা সে চার যুগের উপর
হায়াতুল মূর ছাল্লিন নাম তার
সেই জন্য কয়

যে নবী আজ সঙ্গে তোর
চিনে মন তার দাও্ন ধর
লালন বলে পারের কার
সাধ যদি রয়