বিষয়: লালন সাঁই-এর গান
গান সংখ্যা: ৭২

শিরোনাম:


নিগূঢ় প্রেম কথাটি তাই আজ আমি
শুধাই কার কাছে
কোন প্রেমে আল্লা নবী মিশলো
মিয়ারাজে
মিয়ারাজ সেই প্রেমের ভুবন
গুপ্ত ব্যক্ত আলাপ করে দুইজন
তার কেবা পুরুষ কে প্রকৃতি
প্রমান তার কি লিখেছে
কোন প্রেমের প্রেমিক ফাতেমা
সাঁইকে করে পতি ভজনা
কোন প্রেমের দায়, ফাতেমাকে সাঁই
মা বোল বলে ডেকেছো
কোন প্রেমে হয় গুরু ভব তরী
কোন প্রেমে হয় শিষ্য কান্ডারী
না বুঝে লালন প্রেমের অন্বেষণ
ভবে পিরীত করে মিছে