বিষয়: লালন সাঁই-এর গান
গান সংখ্যা:
৭৩

শিরোনাম:
একাকারে হু্হুংকার মেরে।

একাকারে হু্হুংকার মেরে
আপনি সাঁই রাব্বানা
অন্ধকার, ধন্দকার, কুত্তকার, নৈরেকার
সব লিনা


কুন বলে এক শব্দ করে
সেই শব্দে নূর ঝরে
ছটি গুটি হল তাতে
শোন গো তার বর্ণনা॥

সেই ছয় গুটি হতে
ছয়টি জিনিষ পয়দা তাতে
আসমান জমিন সৃজনিতে
মনে তার বাসনা॥

ছয়েতে তসবী হল
সেই তসবী জপ করিল
কোরানেতে প্রমাণ রল
লালন কয় শোন তার ঠিকানা॥