বিষয়: লালন সাঁই-এর
গান
গান সংখ্যা: ৭৪
শিরোনাম:
কিসে পাবি ত্রাণ সংকটে ঐ নদীর তটে
কিসে পাবি ত্রাণ সংকটে ঐ নদীর তটে
গুরু চরণ, তরি তারণ ধরবে অকপটে॥
নদীর মাঝে মাঝে আসে
জ্ঞান
প্রাণে ডাকো ভক্তির বাণ
হয়োনারে অজ্ঞান
রবি যে বসল পাটে॥
রিপু ছয়টা কর বশ
ছাড় বৃথা রঙ্গ রস
কাজেতে হইলে অলস
পড়ে রবি পার ঘাটে॥
দেহ ব্যাধির সিদ্ধির
পদ্মপত্রে যখা নীর
জীবন তথা হয় অস্থির
কোন সময় কিবা ঘটে॥
সিরাজ সাঁই বলেরে লালন
বৈদিকে ভুলনা মন
এক নিষ্ঠা মন কর সাধন
বিগার তোমারে যাবে ছুটে॥