বিষয়: লালন সাঁই-এর
গান
গান সংখ্যা: ৭৫
শিরোনাম:
কারে শুধাবারে মর্মকথা কে বলবে আমায়
কারে শুধাবারে মর্মকথা কে বলবে আমায়
আকার কি নিরাকার খোদে সেই দয়াময়॥
যেদিনে সাঁই নৈরেকারে
ভেসেছিল ডিম্ব ভরে
কিরূপ থেকে তার মাঝারে
শেষে কিরূপ গন্য হয়॥
ছিতারা রূপ ছিল যখন
গহনা রূপ পাক পাঞ্জাতন
আকার কি নিরাকার তখন
সেই দয়াময়॥
জগৎপতি ছব্বহানে
বরকতকে মা বল্লে কেনে
তার পতি কি নয় সে জনে
লালন ভাবে তাই॥