বিষয়: লালন সাঁই-এর গান
গান সংখ্যা:
৭৬

শিরোনাম:
বললে সেই মনের মানুষ কোনজনা

বললে সেই মনের মানুষ কোনজনা
মা করে পতি ভজনা
মওলা তারে বলে মা॥

কেবা আদ্য কেবা সাধ্য
কার প্রেমেতে হয়ে বাধ্য
কে জানালো পরম তত্ত্ব
বেদে নাই যার ঠিকানা॥

একেতে দুই হল যখন
ফুল ছাড়া হয় ফলের গঠন
আবার তারে করে মিলন
সৃষ্টি করলেন কোনজন॥

লা মোকামে সেই যে নূরী
আদ্যমাতা রূপ জহরী
লালন বলে বিনয় করি
আমার ভাগ্যে ঘটল না॥