বিষয়: লালন সাঁই-এর গান
গান সংখ্যা:
৭৯

শিরোনাম:
ভুল না মন কারো ভোলে

ভুল না মন কারো ভোলে
রাছুলের দিন সত্য মান
ডাক তারে আল্লা বলে॥

খোদা প্রাপ্তি মূল সাধনা
রাছুল বিনা আর কেঊ জানেনা
জাহের বাতুন উপাসনা
রাছুল হইতে প্রকাশিলে॥

অপরকে বুঝাইতে তামাম
করেন রাছুল জাহেরা কাম
বাতুনে মশগুল মুদাম
কারো কারো জানাইলে॥

যেরূপ মুর্শিদ সেইরূপ রাছুল
ইহাতে নেই কোন ভুল
সিরাজ সাঁই কয় লালন কি কুল
পাবি মুর্শিদ না ভজিলে॥