বিষয়: লালন সাঁই-এর গান
গান সংখ্যা:
৮০

শিরোনাম:
পড় নামাজ আপনার মুকাম চিনে

পড় নামাজ আপনার মুকাম চিনে
মূর্শিদ ধরে জানতে হবে
নবীর মেম্বর আছে কোন খানে
লাইলাহা কলমা পড়
ইল্লাল্লা দোম শুমারে ধর
দম থাকিতে আগে মর
বোরাকের বসিয়ে বামে
ঘুচে যাবে নূর তাজেল্লা
জেগে উঠবে এস্কের আলা
সামনে দাঁড়ায়ে মওলা
নিরিখ রেখ মূর্শিদ কদমে
আপনার আপনি চিনবি যবে
নামাজের ভেদ পাবি তবে
ছয় লতিফা হাছেল হবে
পড় নামাজ দমে দমে
সিরাজ সাঁই দরবেশে বলে
শোনরে লালন বলি খুলে
সেরেকি হয় দলিলে
নিরাকারে সেজদা দিলে