বিষয়: লালন সাঁই-এর গান
গান সংখ্যা: ৮

শিরোনাম:
খোদ খোদার প্রেমিক যেজনা।


খোদ খোদার প্রেমিক যেজনা
মুরশিদের রূপ হৃদয় রেখে
কর ভজনা সাধনা॥

আগে চায় রূপটি চেনা
তবে যাবে খোদাকে জানা
মুরশিদকে না চিনলে পরে
হবে না তোর ভজনা॥

আগে মনকে নিষ্ঠা কর
নবী নামের মালা গাঁথ
অহরনিশি চেতন থাক
কর কাল যাপনা॥

সিরাজ সাঁইজীর চরণ ভুলে
অধীন লালন বলে
চরণ পাই যেন অন্তিমকালে
আমায় ফেলনা॥