বিষয়: লালন সাঁই-এর গান
গান সংখ্যা: ৮৯

শিরোনাম:
কোথায় এনে আমায় পথ ভুলালে।


কোথায় এনে আমায় পথ ভুলালে
দুরন্ত তরঙ্গে তরীখানি ডুবালে


তরী নাহি দেখি আর
চারিদিকে শূন্যকার
প্রাণ বুঝি যায় এবার
ঘূরণিত পাকের জলে॥

কোথায় রইলে মাতাপিতা
কে করে স্নেহমমতা
আমার মুরশিদ রইল কোথা
দয়া কর বন্ধু সকলে॥

অধীন লালন কয় কাতরে
পড়ে মলাম তিন ধারে
কে দিবে আমায় সন্ধান করে
সুপথগামী রাস্তা খুলে॥