বিষয়: লালন সাঁই-এর
গান
গান সংখ্যা: ৯২
শিরোনাম:
সৃষ্টিতত্ত্ব দ্বাপর লীলা আমি শুনতে পাই।
সৃষ্টিতত্ত্ব দ্বাপর লীলা আমি শুনতে পাই
চাঁদ হতে হয় চাঁদের সৃষ্টি
চাঁদেতে হয় চাঁদময়॥
জল থেকে হয় মাটির সৃষ্টি
জাল দিলে জল হয় গো মাটি
বুঝে দেখ এই কথাটি
ঝিয়ের পেটে মা জন্মায়॥
এক মেয়ের নাম কলাবতী
নয় মাসে হয় গর্ভবতী
এগার মাসে সন্তান তিনটি
মেজটা তার ফকির হয়॥
ডিমের ভিতর থাকলে ছানা
ডাকলে পরে কয়না কথা
সেথায় সাঁইয়ের আনা গোনা
দিবরাত্রি আহার যোগায়॥
মাকে ছুঁলে পুত্রের মরণ
জীবগণে তাই করে ধারণ
ভেবে কয় ফকির লালন
হাটে হাড়ি ভাঙ্গবার নয়॥