বিষয়: লালন সাঁই-এর
গান
গান সংখ্যা: ৯৯
শিরোনাম:
এসব দেখি কানার হাট বাজার
এসব দেখি কানার হাট বাজার
বেদ বিধির পর শাস্ত্র কানা
আর এক কানা মন আমার।।
পণ্ডিত কানা অহংকারে
মাতব্বর কানা চোগল খোরে
আন্দাজীএক খুঁট গেড়ে
চেনেনা সীমানা কার।।
এক কানা কয় আরেক কানারে
চল দেখি যায় ভব পারে
নিজে কানা পথ চেনেনা
পরকে ডাকে বারে বার।।
এক কানা উলামিলা
বোবাতে খায় রসগোল্লা
লালন তেমনি মদনা কানা
ঘুমের ঘোরে দেয় বাহার।।