বিষয়: মমতাজ
আলী খানের গান।
গান সংখ্যা: ২
শিরোনাম:
আইল শাওন
বলছে মাঝি খোলরে নৌকা খোল
পাঠ ও পাঠভেদ:
আইল শাওন বলছে মাঝি খোলরে নৌকা খোল
গাঙ্গে ভাসে কত ডিঙ্গা ভাটির সুরে প্রাণ করে আকুল
বলছে মাঝি তোল রে বাদাম তোল॥
নদীর পানি করছে থৈথৈ করছে ঢেউ এ খেলা
ঐ দেখ ঐ নীল আকাশে চলছে মেঘের ভেলা
না জানি সে কোথায় যাবে কোথায় তাহার কূল
বলছে মাঝি তোল রে বাদাম তোল॥
বর্ষা আইল গাও ভাসিল মাছ ধরে কিষান
মেঘের উপর ভাসিল চাঁদ মাঠে ভাসে ধান
আবার নিশি রাইতে চান্দের সাথে
হাসে শাপলা ফুল
বলছে মাঝি তোলরে বাদাম তোল॥
কথা ও সুর: মমতাজ আলী খান
সুরাঙ্গ: ভাটিয়ালি
বিষয়াঙ্গ: প্রকৃতি (বর্ষা, শ্রাবণ)
তাল: তেওরা।
গ্রহস্বর: ধ্