বিষয়: মমতাজ আলী খানের গান।
গান সংখ্যা: ৩

শিরোনাম:
আমার নয়নধারা যতই মুছি ততই বাড়ে সই

পাঠ ও পাঠভেদ:

আমার নয়নধারা যতই মুছি ততই বাড়ে সই
এ কোন জ্বালারে
আমার চোখে আছে পানির সাগর
আগে আমি জানতাম না সই॥

আমার দুই নয়নে নদী-নালা বসাইল যে জনে
এখন দেশ-বিদেশে খুঁজে বেড়াই
               তারে আমি পাব কই॥

    চোখে যদি পড়ে ময়লা,
    ক্ষণেক থাকে তাহার জ্বালা
এ কোন জ্বালা আমার চোখে দিয়েছে আল্লাহ।

আমি কানতে কানতে জনম নিলাম
কান্দন শেষ হবে কোথায়
যে জন মোছাইবে চোখের পানি
তারে ছেড়ে কেমনে রই॥

কথা ও সুর: মমতাজ আলী খান
বিষয়াঙ্গ: বিচ্ছেদী
সুরাঙ্গ: ভাটিয়ালি
তাল: কাহারবা             
গ্রহস্বর: সা