বিষয়: মমতাজ
আলী খানের গান।
গান সংখ্যা: ৪
শিরোনাম:
বাবায় বলে মা,
মায়ে
বলে লক্ষ্মী
পাঠ ও পাঠভেদ:
বাবায় বলে মা, মায়ে বলে লক্ষ্মী
গান গাই বসে বাবার কোলে, আমি কতই সুখি
যখন যেটা খাইতে চাইলে দেয় না মোরে ফাঁকি
গান গাই বসে বাবার কোলে, আমি কতই সুখী ॥
আমার লাইগা বাবায় কিনে ফুল তোলা কাপড়
সেই কাপড়ের জামা পরলে দেখায় যে সুন্দর
মায়ে বলে কি,
দাড়াও লক্ষ্মী তোমায় একটু পরান ভইরা দেখি
গান গাই বসে বাবার কোলে, আমি কতই সুখি ॥
আমি ফুল বাগানে ফুলের সাথে করি যে মিতালী
আমায় দেখে ছুটে আসে যত ভ্রমর অলি ।
ভ্রমর অলি গুনগুনিয়ে শোনায় কত গান
মনে ভাবি সকলি পর আপন ফুল বাগান
বাবায় বলে কি,
আয় ছুটে আয় কাছে আমার ফুল বনেরো পাখী
গান গাই বসে বাবার কোলে, আমি কতই সুখি ॥
কথা ও সুর: মমতাজ আলী খান
তাল: দ্রুত দাদরা