বিষয়: মমতাজ আলী খানের গান।
গান সংখ্যা: ৬

শিরোনাম:
এই তো আষাঢ় মাসে নাগেরই গর্জন

পাঠ ও পাঠভেদ:

এই তো আষাঢ় মাসে নাগেরই গর্জন
ওরে বেহুলা রানী দেখল স্বপন
মন যেন তাঁর হইল কেমন
সাপের বিষে প্রাণ হারাবে তার পতিধন

আইল আষাঢ় লইয়া আশা
চাষীর মনে বান্ধে বাসা
কাটবে চাষী আউশ ধান কাউন
একদিন চাষী গেল ধান কাটিতে,
এমন সময় আচম্বিতে
ছোবল দিয়া কালনাগিনী করলো দংশন

আষাঢ় মাসে নামে ঢল, গর্ত ছাড়ে সাপের দল
খুঁজে বেড়ায় সাপের মহাজন
ওরে সাপুরিয়ার সাপ নাচানি, ফনা ধরে আনলো টানি
সাপ নাচে আর নাচে সাপুরিয়ার মন
 

বিষয়াঙ্গ: বারমাসি (আষাঢ়)
সুরাঙ্গ: ভাটিয়ালি
তাল: দ্রুত দাদরা