বিষয়: মমতাজ আলী খানের গান।
গান সংখ্যা: ৯

শিরোনাম:
এসো বৈশাখ তোমায় আমি করিলাম বরণ

পাঠ ও পাঠভেদ:

এসো বৈশাখ তোমায় আমি করিলাম বরণ
একটি বছর পরে আবার হইলো মিলন

তোমার বাংলা মায়ায় আমের ছায়ায়  
            বিছাইলো শয়ন
একটি বছর পরে আবার হইলো মিলন

বৈশাখ ও বৈশাখ
চৈতালী ফুল ছেড়ে আমি বৈশাখী ফুল দিয়ে
তোমায় নতুন করে করলাম বরণ কতই আশা নিয়ে
যেন নতুন দিনের নতুন খুশী
হয় আমার জীবন
একটি বছর পরে আবার হইলো মিলন

শষ্য শ্যামল ফসল ভরা মাঠে নতুন ধান
তারাও আজি গাইছে সবাই তোমার জয়োগান

এসো এসো ডাকছে সবাই এসো হে বৈশাখ
আবার ঈষাণ কোনে পাগলা দেওয়া তোমায় দিলো ডাক

সেই ডাকেতে উদাস হইলো তরুলতা বন
একটি বছর পরে আবার হইলো মিলন

সুর: মমতাজ আলী খান
বিষয়াঙ্গ: বর্ষবরণ
সুরাঙ্গ: ভাটিয়ালি
তাল: দাদরা     
গ্রহস্বর: সা