বিষয়: মমতাজ
আলী খানের গান।
গান সংখ্যা: ৭
শিরোনাম:
এই তো আষাঢ় মাসে নাগেরই গর্জন
পাঠ ও পাঠভেদ:
ওই কাননে পাখি ডাকে গো
বউ কথা কও বলে
ডাকছে পাখি নব বৈশাখে
আমি যার সনে তে কইব কথা
না জানি সে কই থাকে॥সাধ হয় মনে কই গো কথা
মনের বেদনা কইয়া জুড়াই যন্ত্রণা
আবার দোয়েল পঙ্খি শীষ দিয়ে কয়
কথা কইও না বউ
কথা কইও না॥ও সখী গো—
যার অন্তরে আছে ব্যথা গো
মনের ব্যথা মনে রেখে কেমন করে সে চুপ থাকে॥সখী গো –
কইব না আর মনের কথা
কথা রাখবো গোপনে
আমার বন্ধু যদি আসে দেশেকইব তার সনে
কথা কইব তার সনে॥ও সখী গো-
যে দিন বন্ধু এসে ডাকবে আমায় গো
সেই ডাকে তে ফুটবে বুলি
অবলা বধুর মুখে।
কথা ও সুর: মমতাজ আলী খান
সুরাঙ্গ: ভাটিয়ালি
বিষয়াঙ্গ: প্রেম (বিরহ)
তাল: দ্রুত দাদরা।
গ্রহস্বর: সা্