বিষয়: মমতাজ
আলী খানের গান।
গান সংখ্যা: ১
শিরোনাম:
রঙ্গিলা নাও বাইয়া যাও
পাঠ ও পাঠভেদ: রঙ্গিলা নাও বাইয়া যাও
রঙ্গিলা নাও বাইয়া যাও
ও রসিক নাইয়া
কোন বা দেশে যাওরে মাঝি
আমারে যাও লইয়া
গাঙ্গে নয়া জোয়ার পাইয়া
দিলা তোমার নাও ভাসাইয়া
আমার প্রেম সাগরে আইল জোয়ার
দেখলা না কেউ চাইয়া
তোমার নায়ে লাগে লীলা বাও
নীল বাদাম উড়াইয়া যাও
তোমার লাইগা কান্দি আমি
গাঙ্গের ঘাটে বইয়া।
না যদি লও তোমার সঙ্গেঁ
ঝাঁপ দিব আজ এই না গাঙ্গেঁ
আমার সকল জ্বালা জুড়াইব
এই গাঙ্গেঁ ডুবিয়া
সুর: মমতাজ আলী খান