বিষয়: মমতাজ আলী খানের গান।
গান সংখ্যা: ৮

শিরোনাম:
তার কথা বলিস না আমারে

পাঠ ও পাঠভেদ:

তার কথা বলিস না আমারে
                 প্রাণ সখির গো
তার কথা বলিস না আমারে

সখি গো-
ভিন গেরামের বন্ধু কেন আইল আমার দ্বারে
তারে না দেখিলে থাকি ভালো গো
দেখলে মন যেন কেমন করে

সখি গো-
কালো কখন হয় না ভালো, জাইনাছি অন্তরে
ও তার উপরেতে সোনার বরন গো-
সখি বিষ ভরা তার অন্তরে।

ও সখি গো-
দুগ্ধ দিয়া কালো সর্প যদি পালন করে
আবার সময় পাইলে কালভূজঙ্গ গো
সখি অন্তরে দংশন করে
 

কথা ও সুর: মমতাজ আলী খান
সুরাঙ্গ: ভাটিয়ালি
বিষয়াঙ্গ: প্রেম (বিরহ)
তাল: দ্রুত দাদরা।
গ্রহস্বর: ধ্