মনোমোহন চক্রবর্তীর গান
১
খাম্বাজ । কাওয়ালি
কবে তব নামে রব আমি জাগি।
তব ধ্যানে, তব জ্ঞানে, প্রেমে হয়ে আনুরাগী॥
সংসার হবে তব ধাম, জীবনে ধ্বনিবে তব নাম;
তুমি হবে জীবনের
প্রভু, দাস হয়ে রব পদে লাগি।
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, দ্বিতীয় খণ্ড, ১১তম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)]
প্রাসঙ্গিক বিষয়:
গীতিকার:
মনোমোহন চক্রবর্তী
সুরকার:
স্বরলিপিকার:
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: খাম্বাজ
তাল:
কাওয়ালি
অঙ্গ: খেয়ালাঙ্গ
পর্যায়:
ব্রহ্মসঙ্গীত
লয়:
মধ্য
গ্রহস্বর: সা