মনোমোহন চক্রবর্তীর গান
১০
খাম্বাজ । কাহার্বা
জপ রে আমার মন 'ওঁ ব্রহ্ম' নাম।
শয়নে স্বপনে জপ, দিও না বিরাম।
নিশ্বাসে প্রশ্বাসে জপ, জপ অবিরাম॥
কলুষ কালিমা যত, বাসনা কামনা শত
এ নাম-দহনে পুড়ি হবে রে নির্বাণ॥
ভয় ভাবনা রয় না নামে, অভয় বাণী বাজে প্রাণে,
নামের মাঝে সুখ শান্তি, আনন্দ আরাম॥
'ওঁ ব্রহ্ম' নামের মাঝে অরূপ রূপের স্বরূপ রাজে,
নামে ডুবিলে পাবে চিদানন্দ ধাম॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, চতুর্থ খণ্ড, ১৮তম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)]
প্রাসঙ্গিক বিষয়:
ননীভূষণ দাসগুপ্তের সৌজন্যে সুর পাওয়া গেছে।
সুরকার:
স্বরলিপিকার:
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ:
খাম্বাজ
তাল: কাহার্বা
পর্যায়:
ব্রহ্মসঙ্গীত
লয়:
দ্রুত
গ্রহস্বর: মা