মনোমোহন চক্রবর্তীর গান
১১
কীর্তন-ভাঙা সুর । একতাল
তুমি আনন্দ, আরাম, আশা, বিশ্রামরে ঘর।
তোমাতে হ'লে বসতি প্রাণ জুড়ায় আমার॥
তোমারে হারালে সব হারাই,
তোমাতে থাকিলে আবার এক ঘরে সব পাই;
তখন জীবন-মূলে ফলে ফুলে, খেলে আনন্দ লহর॥
তুমি নিত্য শান্ত শ্বাশ্বত নিলয়,
স্থির-ভূমি আমার তুমি, অমৃত অক্ষয়;
আমি তোমার জ্ঞানে, তোমার ধ্যানে, তোমাতে হব অমর॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, চতুর্থ খণ্ড, ১৯তম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)]
প্রাসঙ্গিক বিষয়:
ননীভীষণ দাসগুপ্ত সৌজন্যে প্রাপ্ত সুর।
সুরকার :
স্বরলিপিকার:
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
কীর্তনের ভাঙা সুর
তাল:
একতাল
অঙ্গ: কীর্তনাঙ্গ
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়:
ঈষৎ দ্রুত
গ্রহস্বর : গমা