মনোমোহন চক্রবর্তীর গান

                       ১৪

               বাউলের সুর । দাদরা          

                

কবে শুদ্ধ হব, তোমায় পাব, এনে দাও সে দিন।

আমি ধরার ধুলি গায়ে মাখিয়ে, পাপে হয়েছি মলিন॥

    প্রাণে বাসনা প্রবল, নাই বৈরাগ্যের বল,

    পদে পদে পড়ে গিয়ে হতেছি দুর্বল;

লও দয়া ক'রে ধুয়ে মোরে, নইলে কোথা যাব দীন॥

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, সপ্তম খণ্ড, ১৮ সংখ্যক গান । [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] 

 

প্রাসঙ্গিক বিষয়:  গানটির সুর ননীভূষণ দাশগুপ্তের সৌজন্যে প্রাপ্ত
 

স্বরলিপিকার:প্রফুল্লকুমার দাস

 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
বাউলের সুর

তাল: দাদরা   

পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়: দ্রুত

গ্রহস্বর: গা