মনোমোহন চক্রবর্তীর গান


                    ২

              সুরট । একতাল

 

তুমি তো রয়েছ মোরে ঘেরিয়া, নিত্য আনন্দ-আলোকে;

    ত্যজিবে না কভু জীবনে মরণের এক পলকে!।

তবে কেন ভয়, কেন গো সংশয়, তোমারি রাজ্যে প্রভু হে?

    দুঃখ-দৈন্য, এ অরণ্যে, কেন গো প্রাণ চমকে?।
 

গ্রন্থভুক্তি

১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, দ্বিতীয় খণ্ড, ১৩তম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)]


প্রাসঙ্গিক বিষয়:

 

গীতিকার: মনোমোহন চক্রবর্তী
 

সুরকার:

স্বরলিপিকার:
 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ: সুরট

তাল: একতাল
অঙ্গ: খেয়ালাঙ্গ
পর্যায়: ব্রহ্মসঙ্গীত

লয়: লয়

গ্রহস্বর: মা