মনোমোহন চক্রবর্তীর রচিত গান
৪
ইমন-ভূপালি। ত্রিতাল
অনন্ত অপার,তোমায় কে জানে।
তুমি দেখা না দিলে প্রাণে, ধ্যানে জ্ঞানে॥
বাক্য-মনাতীত তুমি অনাদি, সম্ভব-প্রলয়-পালন-বিধি
প্রাণরূপী
ব্রহ্ম আছে প্রাণে॥
অজর অমর চিন্ময় সুন্দর, নিত্য নিরঞ্জন পবন হে;
অরূপ অব্যয় এক অদ্বিতীয়, দিব্যজ্যোতিধর অমৃত-আকর,
তোমার তুলনা
তুমি, প্রভু হে॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, প্রথম খণ্ড, ১৮তম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (পৌষ ১৪১৭ বঙ্গাব্দ)]
প্রাসঙ্গিক বিষয়:
গীতিকার: মনোমোহন
চক্রবর্তী
সুরকার:
স্বরলিপিকার: শ্রীরমেশচন্দ্র
বন্দোপাধ্যায়
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: ইমন-ভূপালী
তাল:
ত্রিতাল
অঙ্গ: খেয়ালাঙ্গ
পর্যায়:
ব্রহ্মসঙ্গীত
লয়:
মধ্য
গ্রহস্বর: গা