মনোমোহন চক্রবর্তীর গান
৫
বাউলের সুর। একতাল
আমার সকল তুমি, সকল তুমি, সকলি তো তুমি।
যেমন কায়া ছেড়ে ছায়া নয় হে, তেম্নি তুমি আমি॥
আমার বল তুমি, আমার বুদ্ধি তুমি,
ওহে তুমি প্রাণ, আমি প্রাণী, তুমি হৃদয়-স্বামী॥
আমায় চালাও তুমি তাই চলি আমি,
চালায় যন্ত্র যেমন
যন্ত্রী, তেমন তোমার হাতে আমি॥
সকল জানাও তুমি, তাই জানি আমি
ওহে তুমি জ্ঞান আমি জ্ঞানী, তুমি অন্তর্যামী ॥
সুখ শান্তি তুমি, ভূমানন্দ তুমি,
আমার অক্ষয় অভয় পদ অমৃতের খনি॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, তৃতীয় খণ্ড, ১৪ তম গান [সাধারণ ব্রাহ্মসমাজ, (পৌষ ১৩৯৮ বঙ্গাব্দ)]
প্রাসঙ্গিক বিষয়:
গানটি
শ্রীপূর্ণেন্দুমোহন গঙ্গোপাধ্যায়-এর
সৌজন্যে প্রাপ্ত।
গীতিকার:
মনোমোহন চক্রবর্তী
সুরকার:
ননীভূষণ দাশগুপ্ত ও
স্বরলিপিকার: প্রফুল্লকুমার দাস
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
বাউলের সুরে গানটি নিবদ্ধ
তাল:
একতাল
অঙ্গ :
বাউলাঙ্গ
পর্যায়:
ব্রহ্মসঙ্গীত
লয়:
দ্রুত
গ্রহস্বর: রা