মনোমোহন চক্রবর্তীর গান

                         ৬

                 ভৈরবী। কাহার্‌বা 

 

যে জন সতত তব পদে রয়, আর মনে পরাজয়,

সেই লভে শুভ, আর লভে সদা জয়

সেই লভে জ্যোতিঃ আর তোমারি অমৃত,
আঁধারে ডরে না, মরণে না ভীত,
সে জীবন দাও দাও, সে জীবন দাও,

তোমারে বিতর, ওহে অমৃত অভয়

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, তৃতীয় খণ্ড, ১৫ তম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (পৌষ ১৩৯৮ বঙ্গাব্দ)]


প্রাসঙ্গিক বিষয়:
গানটি শ্রীপূর্ণেন্দুমোহন গঙ্গোপাধ্যায়-এর সৌজন্যে প্রাপ্ত।
 

গীতিকার: মনোমোহন চক্রবর্তী
 

সুরকার: ননীভূষণ দাশগুপ্ত

স্বরলিপিকার: প্রফুল্লকুমার দাস
 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ: ভৈরবী

তাল: কাহার্‌বা
পর্যায়: ব্রহ্মসঙ্গীত

লয়: ঈষৎ বিলম্বিত

গ্রহস্বর: সা