মনোমোহন চক্রবর্তীর গান
                         ৭

                 মিশ্র জয়জয়ন্তী। ঝাঁপতাল

 

            প্রাণারাম, প্রাণারাম, প্রাণারাম।

কি যেন লুকানো নামে    তাই    মিষ্ট এত তব নাম

    নাম-রসে ডুবে থাকি     ব্রহ্মাণ্ড সুন্দর দেখি,

    বিশ্বে বহে প্রেম-নদী,    সুধার ধারা অবিরাম

    নামে ভুলায়েছ যারে,    সে কি যেতে পারে দুরে,

    নামরসে যে মজেছে     সে বুঝেছে কি আরাম।

    আমারে ভুলায়ে রাখ,    হৃদি আলো ক'রে থাক,

    জীবনে মরণে মম,       তুমি চির সুধাধাম

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, তৃতীয় খণ্ড, ১৫ তম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (পৌষ ১৩৯৮ বঙ্গাব্দ)]


প্রাসঙ্গিক বিষয়:
গানটি শ্রীপূর্ণেন্দুমোহন গঙ্গোপাধ্যায়-এর সৌজন্যে প্রাপ্ত।
 

গীতিকার: মনোমোহন চক্রবর্তী
 

সুরকার: ননীভূষণ দাশগুপ্ত

স্বরলিপিকার: প্রফুল্লকুমার দাস
 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
 মিশ্র জয়জয়ন্তী

তাল: ঝাঁপতাল
অঙ্গ: ধ্রুপদাঙ্গ

পর্যায়: ব্রহ্মসঙ্গীত

লয়: ঈষৎ দ্রুত

গ্রহস্বর: মা