মনোমোহন চক্রবর্তীর রচিত গান

                        ৯

                ভৈরবী। একতাল

 

সকল মিলন সফল তখন, আসন যখন তুমি লও।

সকল জীবন মিষ্ট তখন, তুমি যখন কথা কও

কর্ম তখন হয় হে ভালো, প্রীতি যখন তুমি ঢালো;

জীবন-পথে পাই হে আলো, তুমি যখন আগে রও

বোঝা তখন হয় না ভারী, ঐ হাতে যখন রাখতে পারি,

কী আনন্দ বলিহারি! আমার বোঝা তুমি বও

হারায় না যে কিছুই তখন, তোমায় সঁপি আমায় যখন,

আঁধার আলোক, জীবন মরণ, কিছুই ছেড়ে তুমি নও

 

গ্রন্থভুক্তি

. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, তৃতীয় খণ্ড, ১৯তম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (পৌষ ১৩৯৮ বঙ্গাব্দ)]


প্রাসঙ্গিক বিষয়:
পূর্ণেন্দুমোহন গঙ্গোপাধ্যায় সৌজন্যে প্রাপ্ত।
 

সুরকার: ননীভূষণ দাশগুপ্ত

স্বরলিপিকার: প্রফুল্লকুমার দাস
 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ: ভৈরবী

তাল: একতাল
পর্যায়: ব্রহ্মসঙ্গীত

লয়: ঈষৎ দ্রুত

গ্রহস্বর: সমা