মনোমোহন চক্রবর্তীর রচিত গান
৯
ভৈরবী। একতাল
সকল মিলন সফল তখন, আসন যখন তুমি লও।
সকল জীবন মিষ্ট তখন, তুমি যখন কথা কও ॥
কর্ম তখন হয় হে ভালো, প্রীতি যখন তুমি ঢালো;
জীবন-পথে পাই হে আলো, তুমি যখন আগে রও॥
বোঝা তখন হয় না ভারী, ঐ হাতে যখন রাখতে পারি,
কী আনন্দ বলিহারি! আমার বোঝা তুমি বও॥
হারায় না যে কিছুই তখন, তোমায় সঁপি আমায় যখন,
আঁধার আলোক, জীবন মরণ, কিছুই ছেড়ে তুমি নও॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, তৃতীয় খণ্ড, ১৯তম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (পৌষ ১৩৯৮ বঙ্গাব্দ)]
প্রাসঙ্গিক বিষয়:
পূর্ণেন্দুমোহন গঙ্গোপাধ্যায় সৌজন্যে প্রাপ্ত।
সুরকার:
ননীভূষণ দাশগুপ্ত
স্বরলিপিকার: প্রফুল্লকুমার দাস
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: ভৈরবী
তাল:
একতাল
পর্যায়:
ব্রহ্মসঙ্গীত
লয়:
ঈষৎ দ্রুত
গ্রহস্বর: সমা