মনোরঞ্জন গুহের গান
১
জয়জয়ন্তী । একতাল
এসেছে ব্রহ্মনামের তরণী
কে যাবি রে তোরা আয় রে আয়॥
জীবন আঁধারে দাঁড়ায়ে কেন রে, বৃথা কাজে ওই বেলা যে যায়।
ভুবন ভরিল মধুর রবে, আনন্দ-লহরী ছুটছে ভবে,
ব্রহ্ম-কৃপা আজি ডাকিছে সবে, 'পাপী তাপী তোরা আয় রে আয়−
ধনী কি নির্ধন, জ্ঞানী কি অজ্ঞান, নাহি দেখে কারো জাতি কুল মান,
সেই যেতে পারে ভব-নদী পারে, ব্যাকুল হৃদয়ে যেতে যে চায়' ॥
গ্রন্থভুক্তি
১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, পঞ্চম খণ্ড, দশম গান [সাধারণ ব্রাহ্মসমাজ (১১ মাঘ ১৪০৭ বঙ্গাব্দ)] ।
২. সঙ্গীত-প্রকাশিকা [আষাঢ়, ১৩১৪ বঙ্গাব্দ]
প্রাসঙ্গিক বিষয়:
সুরকার :
স্বরলিপিকার : ইন্দিরাদেবী
চৌধুরানী
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী
রাগ: জয়জয়ন্তী
তাল:
একতাল
অঙ্গ: খেয়ালাঙ্গ
পর্যায়: ব্রহ্মসঙ্গীত
লয়:
ঈষৎ দ্রুত
গ্রহস্বর: রা