মতলুব আলী'র গান
১
অলস হইওনা ভাই অই ডাকে অ—
অবুঝ হইওনা ভাই, অধীর হইওনা ভাই,
অনেক শেখার আছে,
অনেক জানার আছে,
অনেক বোঝার আছে,
হাঁকে স্বরে-অ [স্বরে-অ]॥
স্বরে-অ আছে, আরো আছে স্বরে -আ—
আঁধার ঘরে আশার আলো ভাই,
হ্রস্ব-ই দীর্ঘ-ঈ আয় শিখে যা, ইস্কুলেতে পথের দিশা পাই।
আমরা ইরি ফলাই না পাই খাইতে
ঈষাণ কোণে মেঘ্ জমে ক্যান্
ঈগল কেনো কাড়ে ভাইরে
মুরগীর ছা;কে ক'।
হাঁকে স্বরে-অ [স্বরে-অ]॥
উপাস্ কেনো থাক্তে হয়, উদাম কেনো গা—
ঊষাকালে সুরয কেন উঠে
ঊষাকালে [পূবাকাশে] সুরজ কেন ওঠে?
হ্রস্ব-উ দীর্ঘ-ঊ আয় শিখে যা—
হ্রস্ব-উ দীর্ঘ -ঊ এ ঐ ও ঔ আয় শিখে যা—
লেখাপড়া করলে চক্ষু ফোটে।
হায়রে, এই ঘরে দুঃখ ঐ ঘরে সুখ,
ঔষধ-পথ্য জোটে না তার
কারণটা কি ক'।
হাঁকে স্বরে-অ [স্বরে-অ]॥
রচনাকাল: ১৯৭৫
পর্যায়: মাতৃভাষা, ১।
সুরকার: মতলুব আলী।
গ্রন্থসূত্র:
মাতৃভাষা। মতলুব আলী। রূপ প্রকাশন। একুশের বইমেলা-২০০২।