মতলুব আলী'র গান
১০
'একুশ মানে মাথা নত না করা',
একুশ মানে সংগ্রামী চেতনা,
আত্মত্যাগের মহা-মহিমায় বিপদে ঝাঁপিয়ে পড়া—
ফাগুনের লাল আবির ছড়ানো আকাশে
ওড়ে একুশ নামের পতাকা;
রৌদ্রে পোড়েনি,
ঝড়-ঝঞ্ঝাও পারেনি উড়িয়ে নিতে—
কতো মহাজন কতো অভাজন
স্মৃতির মিনার চেয়েছে গুড়িয়ে দিতে;
একুশ অহংকারের ঠিকানা বেগবান স্রোতধারা—
একুশ কখনও পরাজয় মানে না॥
একুশের লাল মশাল এখনও জ্বলে রে,
জ্বলে একুশ নামের তারাটি:
সে আলো নেভে না, ষড়যন্ত্রীরা একে একে পিছু হটে—
চির-তরুণের দৃঢ়তায় গড়া
শহীদ মিনার এখনও গর্জে ওঠে;
পৃথিবীর কোনো প্রান্তে মোছাতে মায়ের অশ্রুধারা—
মনে রেখো এই একুশের ঠিকানা॥
রচনাকাল: ১৯৮৯
পর্যায়: মাতৃভাষা, ১০।
সুরকার: মতলুব আলী।
গ্রন্থসূত্র:
মাতৃভাষা। মতলুব আলী। রূপ প্রকাশন। একুশের বইমেলা-২০০২।