মতলুব আলী'র গান
২
অলস হইওনা ভাই কাজ করো কাজ,
শ্রমিক-মজুর-কৃষক-চাষী করো করো কাজ,
কাঁধে কাঁধে কাঁধ লাগিয়ে—
হাতে হাতে হাত মিলিয়ে—
কামার-কুমার-জেলে-তাঁতী করো করো কাজ;
ক্ষেত-খামার আর কারখানাতে,
গায়-গতরে খাটার সাথে,
আরও আছে লেখাপড়ার কাজ—
পড়ো ক খ গ ঘ ঙ পড়ো চ ছ জ ঝ ঞ
ক খ গ ঘ ঙ ডাকে চ ছ জ ঝ ঞ॥
[হেঁইয়ো ও-হো, হেঁইয়ো ও-হো, হেঁইয়ো ও-হো, হেঁইয়ো]
ঘড় ঘড় ঘড় কেমন ক'রে ঘোরে কলের চাকা?
[হেঁইয়ো, হেঁইয়ো ও-হো, হেঁইয়ো]
[আর] কেমন ক'রে ঘরে ব'সে মালিক বানায় টাকা?
চাউল ছাঁটার কলে কেনো মজুর ছাঁটাই চলে?
কেনো শোষণ চলে?
সে-সব কথা জান্তে হবে,
লেখাপড়া করো সবে,
সাপ গিলে খায় ব্যাঙ—
কেনো ইঁদুর ধরে বাঘের মাসী মিঞো?
ক খ গ ঘ ঙ ডাকে চ ছ জ ঝ ঞ॥
[হেঁইয়ো ও-হো, হেঁইয়ো ও-হো, হেঁইয়ো ও-হো, হেঁইয়ো]
টাকার জোরে দুনিয়াটা চলে লোকে বলে,
[হেঁইয়ো, হেঁইয়ো ও-হো, হেঁইয়ো]
ঠন্ঠনে তার বেলা যে ঠেলাগাড়ি ঠেলে।
[হেঁইয়ো, হেঁইয়ো হেঁইয়ো হেঁইয়ো]
ডাল-ভাত জোটে না তার ঘর ভাঙ্গে ঢলে,
জীবন-মরণ পণ ক'রে সে বাঁচে—
গুণটানা মাঝিরওতো প্রাণে বাঁচা দায়,
মরি হায় হায় হায় কি করি উপায়—
ঢেউ-এর তালে তালে, থপ্থপিয়ে চলে [হেলে দুলে চলে]—
মহাজনের ধানের নৌকা হেলেদুলে চলে [হেঁইয়ো হেঁইয়ো]
পড়ো ট ঠ ড ঢ ণ, ত থ দ ধ ন];
পাটের গুদাম ফলের বাগান ভাঙা ঘরের পাশে—
[পড়ো প ফ ব ভ ম],
আর ভগ্নদশা মানুষ মরে ক্ষুধার জ্বালায় ত্রাসে—
পুঁজিবাদের যাঁতাকলে পিষে মরে দলে দলে,
কেনো শোষণকলে?
সে-সব কথা জান্তে হবে, সমাজটাকে গড়বো সবে,
য র ল ব তালব্য-শ মূর্ধন্য-ষ দন্ত-স হ,
ডয়শূণ্য-ড় ঢয়শূণ্য-ঢ় অন্তস্থ-য় খণ্ডৎ-ত [ৎ] অনুস্বর [ং] বিসর্গ [ঃ],
আরও চন্দ্রবিন্দু [ঁ]
ভাঙা-ঘরে চাঁদের আলোয় দেখে নিয়ো—
ক খ গ ঘ ঙ ডাকে চ ছ জ ঝ ঞ॥
রচনাকাল: ১৯৭৫
পর্যায়: মাতৃভাষা, ২।
সুরকার: মতলুব আলী।
গ্রন্থসূত্র:
মাতৃভাষা। মতলুব আলী। রূপ প্রকাশন। একুশের বইমেলা-২০০২।