মতলুব আলী'র গান

                    ৩
বাংলা মায়ের বুকের  উপর জমাট তাজা রক্ত

ইস্‌পাতের ফলার মতোন আগুনে-লাল শক্ত ॥

'রাষ্ট্রভাষা বাংলা চাই বাঁচার গণতন্ত্র চাই'
চাইতে গিয়ে জুট্‌লো বুলেট, ভায়ের দেহের রক্ত ;
তাজা খুনের গরম সেই, টগ্‌বগিয়ে উঠলো যেই

জ্বল্‌লো আগুন ঘুমের নদী তপ্ত-উত্তপ্ত ।।

শহীদের রক্ত,
মুছে ফেলা শক্ত,
শহীদ স্মৃতি
অমর হোক, অমর হোক :
ব্যথার বুকে বাড়লো শোক খুল্‌লো চোখ ।

'হত্যালীলার বিচার চাই খুনীর সাথে আপোস নাই'
শুনে ত্রাসের কাঁপলো ভীত্‌ নড়লো শাহী তখ্‌ত ॥

সেই একুশের মশাল আমরা বজ্রশপথ-দীপ্ত :
বিশ্বের সব স্বেচ্ছাচারী শাসকজাত

নিপাত যাক নিপাত যাক নিপাত যাক,
অত্যাচারী স্বৈরাচারী শোষকজাত

নিপাত যাক নিপাত যাক নিপাত যাক,

রচনাকাল: ১৯৭২
পর্যায়: মাতৃভাষা, ৩।
সুরকার: মতলুব আলী।


গ্রন্থসূত্র: মাতৃভাষা। মতলুব আলী। রূপ প্রকাশন। একুশের বইমেলা-২০০২।